১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ব্রিজ নয় যেন মরণফাঁদ

৩ ওয়ার্ডের একমাত্র ব্রিজটির বেহাল দশা

-

গলাচিপায় তিনটি এলাকার চলাচলের একমাত্র ব্রিজটি যেন এক মরণফাঁদ। এ ব্রিজটি দিয়ে প্রতি দিন শত শত লোক চলাচল করে। ব্রিজের পার্শ¦বর্তী বিদ্যালয় থাকায় শিশু-কিশোররা প্রতি দিন ব্রিজটি পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।
জানা গেছে, খালের দুই পাড়ে রয়েছে বাঁশবাড়িয়া গ্রামটি। এ খালটিতে রয়েছে দুটি ব্রিজ। দক্ষিণ পাশে রয়েছে পশ্চিম বাঁশবাড়িয়া দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তর পাশের গ্রাম থেকে ব্রিজ পার হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে আসে।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের কনক্রিট পাটাতন ভেঙে ফাঁকা হয়ে গেছে। কিছু কিছু স্থানে কনক্রিট ভেঙে রড বেরিয়ে গেছে।
ব্রিজ সংলগ্ন পশ্চিম বাঁশবাড়িয়া দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় কাঠ, বাঁশ দিয়ে ব্রিজ মেরামত করলেও বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিদ্যালয়ে আসতে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
কলাগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামসুদ্দিন মিয়া শানু জানান, ১৫ বছর আগে ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে এলজিএসপির আওতায় সংস্কার করা হলেও এর পর আর সংস্কার না করায় ব্রিজ দুটির বেহাল অবস্থা।
এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সরেজমিনে দেখে ইউনিয়ন পরিষদ কর্তৃক যদি বরাদ্দ থাকে তা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল