সাদুল্লাপুরে গাছে বেঁধে যুবককে অমানুষিক নির্যাতন
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ০২:০৭
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শামীম কবির (৩৩) নামের এক যুবককে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার পর সাদুল্লাপুর থানা পুলিশ এসে ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ নির্যাতনের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার সকালে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি এ ঘটনাটি ঘটে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। নির্যাতনের শিকার শামীম কবির এ গ্রামের ছইর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিগত ১৭ জুন সোমবার সকাল ৬টার দিকে শামীম কবির পার্শ্ববর্তী চালুনদহ ব্রিজের দক্ষিণের একটি শ্মশানঘাট থেকে ওষুধি গাছ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে দক্ষিণ দুর্গাপুর গ্রামের ওমর আলী ও তার ছেলে রাকিবুল ইসলাম শাহীন, তোফাজ্জল আলী, নাজমুল শেখসহ কয়েকজন শামীম কবিরকে ধরে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটায়। এর পর তারা শামীমকে একটি গাছের সাথে বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে যখম এবং প্লাচ ও ব্লেড দিয়ে হাত-পায়ের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত করে।
এ ঘটনায় স্থানীয়রা সরকারি জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে শামীম কবিরকে উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শামীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল আলী বলেন, আমার স্ত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের চেষ্টায় শামীম কবিরকে আটক করে মারপিট করা হয়েছে।
সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ কিংবা থানায় কোনো মামলা হয়েছে কি না সেটি জানা নেই তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা