১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় শিয়ালের কামড়ে গৃহবধূসহ আহত ৩

-

ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থানে শিয়ালের কামড়ে এক গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ রমিজা খাতুন (৫২), বাপ্পী (২২) ও আব্দুল মালেক (৬০)। গত শুক্রবার উপজেলার পুরুড়া পূর্বপাড়া ও ধলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে পুরুড়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রমিজা গোসলখানায় গোসল করতে গেলে একটি শিয়াল ঢুকে তাকে আক্রমণ করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে তাড়া করলে বাপ্পী (২২) নামে এক যুবককেও কামড়িয়ে আহত করে। তা ছাড়া একই দিন সন্ধ্যায় ধলিয়া গ্রামের মালেককে শিয়ালে কামড়িয়েছে। আহতদের ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিয়ালটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে।


আরো সংবাদ



premium cement