বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
- বগুড়া অফিস
- ২২ জুন ২০২৪, ০৩:০২
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমরকে (মো: ওমর ফারুক) প্রাণনাশের হুমকি দিয়েছেন আবুল কালাম আজাদ পুটু নামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিষয়টি পুলিশকে অবগত করে শুক্রবার দুপুরে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, গত ১৫ জুন দৈনিক মানবজমিনে ‘তালিকা তৈরিতে জালিয়াতি, গুদাম ভরাচ্ছে সিন্ডিকেট, জানেন না কৃষক’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে সিন্ডিকেট সদস্যদের অন্যতম একজন হিসেবে আবুল কালাম আজাদ পুটুর নাম ছাপা হয় যা একজন সোর্সের বক্তব্যের মাধ্যমে উঠে আসে। ওই সংবাদে আবুল কালাম আজাদ পুটুর আত্মপক্ষ সমর্থনের জন্য তার মন্তব্যও ছাপা হয়েছে। আবুল কালাম আজাদ পুটু সংবাদ প্রকাশের দিন ১৫ জুন সন্ধ্যায় কয়েকবার সাংবাদিক প্রতীক ওমরের মোবাইলে ফোন দেন। কিন্তু প্রতীক ওমর বাইক চালানো অবস্থায় থাকায় ওই সময় ফোন রিসিভ করতে পারেননি। পরে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে প্রতীক ওমর ফোন ব্যাক করেন। তারপর পুটু তার নাম কে বলেছে সেই সোর্সের নাম জানতে চায়। সোর্সের নাম না বলায় পুটু ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তিনি বলেন, তোকে খুন করব সোনাতালায় আয়। পুটু সোনাতলা উপজেলার একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সোনাতলা পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর ভাই।
এ ব্যাপারে সাংবাদিক প্রতীক ওমর বলেন, আমি যথাযথ সূত্র উল্লেখ করে সংবাদটি প্রকাশ করেছি। ওই সংবাদে আবুল কালাম আজাদ পুটুর নাম চলে আসায় তিনি আমাকে গালিগালাজ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন। ফোন কলের সেই হুমকি, গালিগালাজ রেকর্ড করা আছে। আমি বর্তমানে চলাফেরায় নিরাপত্তহীনতায় ভুগছি বিধায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা