১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটকদের ঢল

-

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঝরনা দেখতে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন দুপুরে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে উপজেলার খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বোয়ালীয়া ও বাওয়াছড়া ঝরনায় দলে দলে ছুটে যাচ্ছেন লোকজন। ঈদের ছুটি পেয়ে বৃষ্টির পানিতে টইটম্বুর থাকা ঝরনায় গা ভেজানো মিস করছেন না ভ্রমণপিপাসুরা।
গত বুধবার ঈদের তৃতীয় দিন সকাল থেকে ঝরনার রাস্তাগুলোতে যেন মানুষের মিছিল চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও লেগুনা। কেউ কেউ গাড়ি ভাড়া করে আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে এসেছেন। আবার দল বেঁধে বিভিন্ন বাসযোগে এসেছেন অনেক পর্যটক। ঝরনার প্রবেশ মুখগুলো কানায় কানায় ভর্তি। বেশি পর্যটক চোখে পড়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া ও রূপসী ঝরনায়।

ঢাকা থেকে খইয়াছড়া ঝরনা দেখতে আসা আব্দুল মমিন রাজু, শাফাত ইসলাম নামের দুই পর্যটক বলেন, আমরা ২০ জন বন্ধুবান্ধব খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসেছি বৃষ্টিতে ঝরনায় যাওয়া একটু ঝুঁকিপূর্ণ হলেও সাবধানতার সাথে আমরা ঘুরেছি।
চট্টগ্রাম থেকে নাপিত্তাছড়া ঝরনায় ঘুরতে আসা মিল্টন সাহা বলেন, মিরসরাইয়ের সব ঝরনা মোটামুটি দেখা হয়ে গেছে। এবার ঈদের ছুটিতে নাপিত্তাছড়া ঝরনায় ঘুরতে আসলাম। আমরা চট্টগ্রাম থেকে একটি বাস ভাড়া করে ৩০ জন এসেছি। সবাই খুব ইনজয় করেছে।
রূপসী ঝরনায় ঘুরতে আসা স্কুল শিক্ষক মোশারফ হোসেন জানান, রূপসী ঝরনার কথা অনেক শুনেছি। এখানকার ঝরনাগুলোর মধ্যে যাতায়াতে সহজ পথ এটি। ৮ জন বন্ধু সারাদিন আনন্দ করেছি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বৃষ্টিতে ঝরনায় পর্যাপ্ত পানি থাকায় পর্যটক বাড়ে। তার মধ্যে ঈদের ছুটি থাকায় এবার আরো বেড়েছে। পর্যটকদের সতর্কতার সাথে আসা-যাওয়া করতে বলা হয়েছে। এ ছাড়া ইজারাদারদের নির্দেশনা দেয়া আছে, যাতে গাইড ছাড়া কেউ ঝরনায় যেতে না পারে।

 


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল