কালীগঞ্জের ফুলদী নদী সেতুতে মানুষের ঢল
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৪১
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নদী সেতুতে ঈদুল আজহার তৃতীয় দিনেও হাজারো মানুষের ঢল। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে উঠেছে ঘুরতে আসা হাজারো ভ্রমণ পিপাসু দর্শনার্থী।
সরেজমিনে দেখা যায়, উপজেলা শহর হতে প্রায় ৬ কিলোমিটার উত্তরে বক্তারপুর ইউনিয়নের ফুলদী ও বক্তারপুর এলাকার বিভাজন স্থলে ব্রিজটির অবস্থান। ছুটির দিনে বিশেষ মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভ্রমণে আসেন মনোরম এই খোলা জায়গায়। বর্ষার শুরুতে বিলের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। দু’দিকে সবুজে ঘেরা আর দু’দিকে তাকালে শুধু জলরাশি। বর্ষাকালে সেতুটির দু’দিকে জলাশয় এবং সবুজের সমারোহে দর্শনার্থীদের বিমোহিত করে তোলে।
সেতু সংলগ্ন এলাকায় দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীরা। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষ ছুটে আসে এই নলী ব্রিজ নামে খ্যাত এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সুন্দর এই মুহূর্তকে ধরে রাখতে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নলী সেতুতে প্রকৃতিকে উপভোগ করতে আসা বক্তারপুর এলাকার জুয়েনা ও ফুলদী এলাকার রাসেল প্রতিবেদককে জানান, ঈদের ছুটিতে প্রাকৃতিক পরিবেশে পরিবারের স্বজনদের নিয়ে বেড়াতে এসেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা