কাউখালীতে সাইকেল উপহার পেল দেড় শতাধিক শিশু-কিশোর-তরুণ
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৩৪
পিরোজপুর কাউখালীতে নামাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলাম সেবক কেউন্দিয়ার ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোর-তরুণদের নামাজে উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার কেউন্দিয়া গ্রামের ৮টি, সেওতা একটি ও সাহাপুর গ্রামের একটি মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় ১৫০ জন শিশু, কিশোর ও তরুণকে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়েছে। এ সময় বিজয়ী ১০ জনকে বাইসাইকেল, দ্বিতীয় বিজয়ী ৫০ জনকে পবিত্র কুরআন ও একটি করে টেবিল চার্জার ফ্যান, ৯০ জনকে চার্জার লাইট উপহার দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার কেউন্দিয়া হাইস্কুল মাঠে উপহার সামগ্রী তরুণ-যুবকদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুঈনউদ্দিন বলেন, কোমলমতি শিশু-কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু-কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য সাঈদ, শাহ ইমরান ফারুক ডাকুয়া, মাহমুদ হাসান, আব্দুল ওহাব তালুকদার, তৌহিদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা