১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ক্রেতাদের নাভিশ্বাস

হোসেনপুরে ঈদের পরে লাগামহীন সবজির বাজার

-

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের পর হঠাৎ করেই স্থানীয় বাজারগুলোতে সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পরে বৃষ্টির কারণে কৃষকরা জমি থেকে সবজি তুলতে পারছেন না। তাই বাজারে সবজির আমদানি কমে যাওয়ায় প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা। বর্তমানে ৫০-৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজিই। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা বাজারে এসে চরম বিপাকে পড়ছেন।
গত বুধবার সকালে উপজেলার বিভিন্ন সবজির আড়ত ও গোবিন্দপুর চৌরাস্তা বাজার, হোসেনপুর কাঁচাবাজার, গাঙ্গাটিয়া বাজারসহ একাধিক বাজারঘুরে এ রকম তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, বাজারের প্রতিটি দোকানেই সবজির সরবরাহ কম। তাই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, কচুরমুখী ৭০-৭৫, পটোল ৬০-৬৫, ঝিঙা ৬০-৭০, চিচিঙা ৬৫-৭০, করলা ৮০-৯০, ঢেঁড়স ৪০-৫০, শসা ৮০-৯০, টমেটো ৮০-১০০, কাঁচামরিচ ১৬০-২০০, কচুরলতির মুটি ৬০-৮০ এবং পেঁয়াজ ৬০ টাকা থেকে বেড়ে এখন ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় চরকাউনা সবজি আড়ত থেকে সবজি কিনতে আসা আলমগীর বলেন, কোনো কারণ ছাড়াই শাক-সবজির দাম হঠাৎ বেড়ে গেছে।
রিকশাচালক লালন বলেন, আমি কাজ করে দিন আনি, দিন খাই। সারা দিন রিকশা চালাইয়া যে ভাড়া পাই তা দিয়া মাছ কিংবা গোশত কিনার স্বপ্নও দেখি না। এখন বাজার আইয়া ৬০ টাকার কমে কোনো সবজিই কিনতে পারছি না।
উপজেলার গোবিন্দপুর বাজারের সবজি বিক্রেতা রুবেল মিয়া বলেন, ঈদের আগে ও পরে বৃষ্টির কারণে উৎপাদন কম গেছে। যার ফলে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। আমরা কি করব?


আরো সংবাদ



premium cement