ধনবাড়ীতে কোরবানির গোশত পেল ২ হাজার পরিবার
- ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৩৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র কার্যালয় নরিল্যাতে ধনবাড়ী ও মধুপুরের অসহায় দুস্থ গরিব পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র কার্যালয় প্রাঙ্গণে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে এক হাজার চার শ’ ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজের পক্ষ থেকে পাঁচ শতাধিক মোট প্রায় দুই হাজার পরিবারের মধ্যে গোশত বিতরণ করা হয়।
বিতরণকার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রের পরিচালক ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি আমিনুল ইসলাম কাইয়ুম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এস এম ফারুক ইমাম, ধনবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা