মুলাদীতে শ্রমিক সঙ্কটে ৩ বছরেও সেতু নির্মাণ হয়নি
- ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)
- ২০ জুন ২০২৪, ০০:১১
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা-খেজুরতলা সড়কের শরীফ বাড়ি মসজিদসংলগ্ন ৩০ মিটার সেতুর নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। বিকল্প সড়ক না করে নির্মাণ কাজ ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার চার ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দফতর থেকে জানা গেছে, খেজুরতলা-গলইভাঙা সড়কের শরীফ বাড়ি খালে ৩০ মিটার গার্ডার সেতুটি ২০২১ সালের জুলাই মাসে শুরু হয়। ১৫ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানান, ঠিকাদার পুরাতন সেতু ভেঙে কাজ শুরু করলেও কোনো বিকল্প সড়ক তৈরি না করায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো দেয়া হয়। প্রায় ৩ মাস ধরে কাজ বন্ধ রয়েছে।
চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের নাসির উদ্দীন বলেন, ওই সড়ক দিয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব হোসনাবাদ মহাবিদ্যালয়, গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সেতু ভেঙে কাজ ফেলে রাখায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়ে যাবে।
গলইভাঙা বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, প্রায় তিন বছর ধরে গলইভাঙা বাজার, নোমরহাট, সোনামদ্দিন বন্দরের ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ৩/৪ কিলোমিটার বেশি ঘুরে ভাঙা রাস্তা দিয়ে মালামাল নিয়ে যাতায়াত করতে হয়। তাতে সময় ও খরচ পড়ে বেশি।
ঠিকাদার জসিম উদ্দিন বলেন, বিকল্প সড়কের জন্য কোনো বরাদ্দ না থাকায় সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। শ্রমিক সঙ্কটে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হয়নি। কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান বলেন, সেতুটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নোটিশ দেয়া হয়েছে। সেতুটির পাটাতন ঢালাই হওয়ায় দুই পাশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা