সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পণ : শিক্ষা প্রতিমন্ত্রী
- ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২০ জুন ২০২৪, ০০:১১
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা।
গত রোববার টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাব ভবনে ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ধনবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি আনছার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মনজরুল ইসলাম তপন, শফিকুল ইসলাম শফি, শেখ শাহরিয়ার আলম শিবলু, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহম্মেদ রাজু প্রমুখ। এ সময় ধনবাড়ী প্রেস ক্লাবের সকল সদস্যসহ আওয়ামী লীগের দলীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা