সারিয়াকান্দিতে পুলিশ পরিচয়ে আটক ব্যবসায়ী ৪ দিন ধরে নিখোঁজ
- বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
বগুড়ার সারিয়াকান্দিতে এক ব্যবসায়ীকে পুলিশের বিশেষ বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
পুলিশ জানায়, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ার মৃত মনছের আলীর পুত্র মইদুলকে একই এলাকার মোকছেদ আলীর পুত্র সবুর মিয়া গত ১১ জুন রাত ১০টায় ব্যবসায়িক কাজে মোবাইল ফোনে ডেকে নেন। এর পর থেকে মইদুল ইসলাম নিখোঁজ রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
মহিদুলের চাচাতো ভাই আব্দুন রশিদ মাস্টার জানান, পুলিশের একটি বিশেষ বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা