১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘিওরে কৃষকদের জমজমাট ঈদ বিনোদন

পানির ওপরে বালিশ খেলায় দুই প্রতিযোগী : নয়া দিগন্ত -

মানিকগঞ্জের ঘিওরে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এক মনোরম ঈদ বিনোদন অনুষ্ঠিত হয়েছে। এতে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা, নাচ, গান, ঘোড়দৌড়সহ নানা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ আবহে কয়েকশ কৃষক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যতিক্রমী ও মজার এসব খেলাধুলা দেখতে উপচেপড়া ভিড় জমে। কৃষকদের জারি, সারি, ধুইয়া গান, স্থানীয় শিল্পীদের নাচ, গান, তৈলাক্ত কলাগাছে ওঠা, পানির ওপর বালিশ খেলা, কুস্তি লড়া, হাডুডু, ঘোড়দৌড় এবং কৃষাণীদের পাতিল ভাঙাসহ নানা খেলার আয়োজন করা হয়। ইভেন্ট শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
গত শুক্রবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম খান, দৌলতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান নাঈম, বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়া।
সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ও বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মো: গোলাপ খান।
অনুষ্ঠান সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেন, প্রত্যন্ত এলাকার কৃষকদের নিয়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সেই আনন্দ ভাগাভাগি করা হবে ঈদের পরদিন বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের সাথে। অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া এলাকায়।


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল