১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা

-

বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ছয়টি বসতঘর ভস্মীভূত ও ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনা নয়া দিগন্তে প্রকাশিত হওয়ায় ওই ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা।
গত ২১ মার্চ রাত ১২টার দিকে উপজেলার মহিচরণ এলাকার রুবেল মিয়া ও সাত্তারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ দু’টি পরিবারের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শাহাদতজ্জামান সাজু।


আরো সংবাদ



premium cement