১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দে ভেঙেপড়া সেতু ৩ বছরেও মেরামতের উদ্যোগ নেই

ভেঙে যাওয়া সেতুতে ঝুঁকিপূর্ণ যাতায়াত : নয়া দিগন্ত -

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা মৌজায় পিয়ার আলী মৃধাপাড়ায় ভেঙেপড়া সেতুটি গত তিন বছরেও মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। ঝুঁকিপূর্ণ ওই সেতুর উপর দিয়েই চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে সেতুটি ধ্বংসে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের বেইলি সেতু থেকে আতর চেয়ারম্যানের বাজার হয়ে রাজবাড়ী জেলা সদরে যেতে এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের ওই সেতুটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, তিন বছর আগে বন্যার পানির তীব্র স্রোতে সেতুর পার্শ¦বর্তী কয়েকটি বসতভিটা ও একটি কাঁচারাস্তা খালে ধসে যায়। পরে সেতুটির নিচ ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় মাঝখান থেকে ভেঙে দেবে যায়।
সরেজমিনে দেখা গেছে, গত তিন বছর ধরে সেতুটি মাঝখান থেকে ভেঙে একপাশে দেবে কাত হয়ে আছে। ভেঙেপড়ার আগে সেতুটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করত। বর্তমান এ সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। তবে ঝুঁঁকি নিয়ে রিকশা, অটোরিকশা, ভ্যান, মাহেন্দ্র, মোটরসাইকেলের মতো হালকা যানবাহন ও লোকজন সেতুটি দিয়ে চলাচল করছে।
সরেজমিন পরিদর্শনকালে জহিরুল কবিরাজ, শহিদ মেম্বারসহ অর্ধশতাধিক মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাতায়াতে অনেক কষ্ট করি। সাহেবরা এসে মাপঝোপ করে নিয়ে গেছে। কিন্তু সেতুটি কবে মেরামত হবে তা কেউ বলতে পারে না। এতে করে অনেক দূর ঘুরে আমাদের মালামাল পরিবহন করতে হয়।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস জানান, সেতুটি পুনঃনির্মাণের জন্য তৎকালীন কর্মকর্তা প্রস্তাব পাঠিয়েছিলেন। হয়তো পরবর্তীতে যোগাযোগ না করায় কাজটি পিছিয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ে সেতুটি পুনঃনির্মাণের ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement