১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আ’লীগের নেতা ফাইজুর রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

-

একটি অনলাইন টেলিভিশনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন হয়েছে।
ভাঙ্গা উকিল লাইব্রেরিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ফাইজুর রহমান বলেন, আমি গত ২৫ বছর ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। অসহায় এবং গরিব মানুষের সেবা করেছি এবং এখনও করছি। আমি অন্যায়ের সাথে কখনও মাথা নত করিনি। অন্যায়কে প্রশ্রয় দেই না বলে কিছু অসাধু লোক আমার সুনামকে ক্ষুণœ করার জন্য আমার সম্পর্কে মিথ্যা, বানোয়াট, আমার কণ্ঠ এডিট করে সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এতে আমার সুনাম ক্ষুণœ হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সোহাগ, সি এম শামীম, আবুল কালাম মিয়া, রাজীবুল হাসান বাবু, আবুল কাশেম শেখসহ ছাত্রলীগ, যুবলীগের নেত্ববৃন্দ ও এলাকার সুধীজন।


আরো সংবাদ



premium cement