১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ কলেজ ছাত্র আহত

-

সন্ধ্যায় কোরবানির পশুর হাট দেখতে গিয়ে সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হয়েছেন তিন কলেজ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের বেলাল উদ্দিনের ছেলে শাহরিয়ার আনজুম শাওন, নুর উদ্দিনের ছেলে নুর আহমেদ শুভ ও একই এলাকার মোহাম্মদ মিলনের ছেলে নাহিদুল ইসলাম নিলয়। তারা তিনজনই আবদুল হাদী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
ছয় মাস আগের একটা কথাকাটাকাটির জের ধরে তাদের ওপর হামলা করা হয়েছে বলে জানান আহত শিক্ষার্থীদের অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা। ২০-২৫ জন সঙ্ঘবদ্ধ কিশোর হামলায় অংশ নেয় বলে জানান তারা।
রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement