১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাঁচবিবিতে ভেঙে যাওয়া কালভার্টগুলো দ্রুত সংস্কারের দাবি

-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার সড়ক পথে নির্মিত বেশ কয়েকটি কালভার্ট গত কয়েক দিনের টানাবর্ষণে ভেঙে গেছে। এতে যান চলাচলে বিঘœ এবং জনদুর্ভোগ বেড়েছে।
বিশেষ করে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতালের মোড় থেকে ফতেপুর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তায় নির্মিত কালভার্টটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার ১০ সহস্রাধিক মানুষ। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আরো বেশ কয়েকটি কালভার্ট ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কালভার্টগুলো হলো- আটাপুর ইউনিয়নের কলন্দপুর, আংড়া রামপুরা, কুসুম্বা ইউনিয়নের জাম্বুবান, শুকুরময়ী, মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর, লকনাহার, বারোকান্দি, বিনধারা ও আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা এলাকার রাস্তায় নির্মিত কালভার্ট।
আংড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু বলেন, রামপুরা এলাকায় কালভার্টটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। সম্প্রতি কয়েকজন শ্রমিক দিয়ে মাটি ভরাট করে সাময়িকভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে যান চলাচল করতে পারে না।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধুরী পিন্টু ও আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ জানান, কালভার্ট ভাঙার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউএনও ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement