১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভূঞায় খামার থেকে গরু চুরি, গ্রেফতার ২

-

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুরে ব্যবসায়ীর খামার থেকে ১৩টি গরু চুরির ঘটনায় করা মামলার মূলহোতা সোলাইমান ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, গত ৮ জুন রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা তিন-চারজনের একটি দল ছুরিসহ খাঁন অ্যাগ্রো ফার্মের ভেতর প্রবেশ করে কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে খামারে থাকা ২১টি গরুর মধ্যে ১৩টি শাহীওয়াল জাতের ষাড় গরু চুরি করে ট্রাকযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ফার্মের মালিক দাউদ খাঁন বাদি হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলা পলাতক আসামি সোলাইমান ও তার সহযোগী জামাল হোসেন ওরফে মানিককে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোলাইমান ফেনী জেলার সোনাগাজী থানার মধ্যম চর চান্দিয়া গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। অপরদিকে জামাল হোসেন ওরফে মানিক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গাংরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
র‌্যাব আরো জানায়, সোলাইমানের বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। আসামি জামাল হোসেন ওরফে মানিকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় চারটি মামলার রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল