১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গাবালিতে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

রাঙ্গাবালিতে ভাঙন উন্মুখ একটি জনবসতি এলাকা : নয়া দিগন্ত -

প্রতি বছরই উপকূলে আঘাত হানছে কোনো না কোনো ঘূর্ণিঝড়। লণ্ডভণ্ড করে দিচ্ছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীকে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। তবুও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখন পর্যন্ত নির্মাণ করা হচ্ছে না টেকসই বাঁধ এবং পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড় এলে সবাই নড়েচড়ে বসলেও কিছু দিন পরই ভুলে যায় সব। সেই অরক্ষিতই পড়ে থাকে উপকূল। আর এ কারণেই প্রতিবারের ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয় অপূরণীয়। এবারের ঘূর্ণিঝড় রেমাল সেসব চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে।
ঘূর্ণিঝড় রেমাল কেটে গেছে। জলোচ্ছ্বাসের পানিও নেমে গেছে। তাতেই কি নিরাপদ হয়ে গেছে উপকূলবাসী? বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে পুনঃনির্মাণ না করা হলে অদূর ভবিষ্যতে আরো কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলে পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অবস্থা হবে আরো ভয়াবহ।
সুপার সাইক্লোন সিডরের পর সবচেয় বেশি তাণ্ডব চালায় রেমাল। গত ২৬ মে রাতে আঘাত হানে অতিপ্রবল এ ঘূর্ণিঝড়টি। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বিভিন্ন স্থানে ভেঙ যায় বেড়িবাঁধ। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপজেলার চর আন্ডা, মোল্লাগ্রাম, নয়াচর, বউবাজার, চালিতাবুনিয়া, মাঝেরচর, চরকানকুনি ও কাউখালীচরসহ আরো কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ। হু হু করে পানি ঢুকে লণ্ডভণ্ড করে দেয় মানুষের বাড়িঘর। বাস্তুহারা হয়ে পরে হাজারো মানুষ।
জেলা প্রশাসনসূত্র জানায়, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙ্গাবালী। শুধু এ উপজেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ ১১৫ কোটি ৯০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ হাজার বাড়িঘর। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দেড় হাজার ঘরবাড়ি। ভেসে গেছে দেড় হাজারেরও বেশি মাছের ঘের ও পুকুর। ক্ষতি হয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। মারা গেছে ৫৭৭টি গবাদিপশু। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৮ হাজার ৩০০।
উপকূলেরবাসীর দাবি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতিবছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় আঘাত হেনে লণ্ডভণ্ড করে দেয় তাদের। এক দুর্যোগের ধকল না কাটতেই আরেক দুর্যোগ এসে হানা দেয়। তাই তাদের দাবি এবার শুধু ত্রাণ নয়, টেকসই বাঁধ ও পর্যাপ্ত সাইক্লোন সেল্টার চান উপকূলবাসী।
গত ৩০ মে ঘূর্ণিঝড় দুর্গতদের দেখতে পটুয়াখালীর কলাপাড়ায় হেলিকপ্টারে করে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন রাঙ্গাবালীর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপগুলোতে স্পিডবোট নিয়ে পরিদর্শনে যান দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এ সময় ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্তরা কিছুটা খুশি হলেও প্রতিমন্ত্রীর কাছে স্থায়ী বাঁধ ও সাইক্লোনশেল্টার নির্মাণের দাবি জানান তারা। ‘ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই’ দাবি সম্বলিত পোস্টার বুকে ঝুলিয়ে তারা এ দাবি জানান।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ চলছে। ইতোমধ্যে দুর্যোগপূর্ণ নি¤œাঞ্চলে সাইক্লোন সেল্টার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া টেকসই বাঁধ নির্মাণ ও বাস্তুহারা মানুষের বাড়িঘর নির্মাণে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলে এসে হেলিকপ্টারে চড়ে নিজ চোখে ক্ষয়ক্ষতির দৃশ্য অবলোকন করে যাওয়ার পর সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল