১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে ফলমেলা উৎসব থেকে শেখা

-

বান্দরবানে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সম্যক ধারণা পেল শিশু শিক্ষার্থীরা। গত সোমবার বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে আয়োজন করা হয় ফল উৎসবের। ‘উৎসব থেকে শেখা’ এ প্রতিপাদ্যে আয়োজিত এই ফল উৎসবের উদ্বোধন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ শাজাহান সিরাজ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আতিকুর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুর রহিম।
শিক্ষকরা জানান, বিশেষ করে শিশু শিক্ষার্থীরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিত। নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উৎসবে পাহাড়ে উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, কলাসহ ৩০ প্রকারের ফল প্রদর্শন করা হয়।


আরো সংবাদ



premium cement