১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অসুস্থ আব্দুল্লাহ নিজ পায়ে দাঁড়াতে চান

-

নাটোরের আম্মার আব্দুল্লাহ বিন আমিন (১৮) এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেন না। কোথাও যেতে হলে যান বাবার কোলে চড়ে। তাই আব্দুল্লাহ সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চান। তার বাবা আমিনুল ইসলামেরও জীবনের একমাত্র ইচ্ছা নিজের মৃত্যুর আগে আব্দুল্লাহকে হাঁটতে দেখতে পারা।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের শিবপুর খানপাড়ার আমিনুল গত রোববার জানান, ১৮ বছর আগে তার সংসারে দু’টি জমজ ছেলের জন্ম হয়। একটি ছেলে সুস্থ হলেও আব্দুল্লাহ জন্মের সময় থেকেই মস্তিষ্কে আঘাতজনিত কারণে অক্সিজেন শূন্যতায় অসুস্থ (প্যারালাইসিস)। তিনি দাঁড়াতে ও হাঁটতে পারেন না। আব্দুল্লাহ জন্মের পর থেকেই রাজশাহী মেডিক্যালের শিশু বিভাগের প্রধান ডা: এবি সিদ্দিকি ও শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা পিজি হাসপাতালের ডা: অধ্যাপক কৃষ্ণ প্রিয় দাশসহ পার্শ^বর্তী দেশের অনেক চিকিৎসকের কাছে সন্তানকে তিনি নিয়ে গেছেন। খরচ করেছেন নিজের উপার্জন করা ও জমি জমা বিক্রি করা লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত তিনি তার সন্তানকে গত মাসে ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়ায় ইলিজারভ সেন্টার কুরগান রাশিয়ার অধ্যাপক ডা: মোফাখখারুল বারীকে দেখালে তিনি জানান, একটি অপারেশন করা হলে এক বছরের মধ্যে নিজের পায়ে হাঁটতে পারবে আব্দুল্লাহ।
এতে ব্যয় হবে ৯ থেকে ১০ লাখ টাকা। একটি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করা আমিনুলের পারিবারিক কোনো সহায় সম্পত্তি নেই। পরিবারে তাদের স্কুল ও কলেজ পড়–য়া আরো দু’টি সন্তান রয়েছে। সমাজের হৃদয়বান মানুষ বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসলে আব্দুল্লাহ নিজের পায়ে হাঁটতে পারবে। তাকে সাহায্য পাঠানো যাবে ইসলামী ব্যাংক নাটোর শাখায় তার বাবা আমিনুল ইসলামের ২০৫০১৮৪০২০১৮৫৪৫০৫ সঞ্চয়ী হিসাব নম্বরে।

 


আরো সংবাদ



premium cement