আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের পাশে অবৈধ হাট বসানোর চেষ্টা
- তুরাগ (ঢাকা) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ০০:১৯
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়ক এবং স্লুইচগেট কামারপাড়া সড়কের আশপাশে অবৈধ গরু ছাগলের হাট বসানোর চেষ্টা করছে একটি চক্র। আর এ হাট বসানো বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে তুরাগ থানা আওয়ামী লীগের নেতা কফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম নির্দেশ দিয়েছেন, ‘মহাসড়কে কোরবানি উপলক্ষে গরু-ছাগলের হাট বসানো চলবে না। কিন্তু কিছু দিন ধরে একটি চক্র আশুলিয়া মহাসড়ক ও সøুইচ গেট কামারপাড়া মহাসড়কের পাশে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানোর চেষ্টা করছে। এ জন্য তারা বাঁশ ও খুঁটি দিয়ে হাট নির্মাণের কাজ শুরু করছে।
সরকারি নিয়ম-নীতি মেনে এবারো কোরবানির গরু-ছাগলের হাট বসছে ডিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্পের পাশে বলে কমিশনার কফিল উদ্দিন জানান।
হাজী নুর হোসেন বলেন, উত্তরায় প্রতি বছরের মতো এবারো একটি গরু ছাগলের হাটের ইজারা টেন্ডার ঘোষণা করা হয়। সর্বোচ্চ দরে হাজী কফিল উদ্দিন ইজারা নিয়েছেন। হাটের নির্মাণ কাজও শেষ পর্যায়।
মানববন্ধনে এলাকার আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা