বরিশালের ১৩ স্বেচ্ছাসেবী সংগঠনকে যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ
- বরিশাল ব্যুরো
- ১০ জুন ২০২৪, ০০:১৮
বরিশালে ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত শনিবার নগরীর সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ফজলে এলাহী, যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (পরিকল্পনা) এম এ খায়ের, যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (দা.বি. ও ঋণ) এ কে এম মফিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে অতীতের মতো কাজ করতে পারেন। বর্তমান সরকারের পরিকল্পনা দেখলেই উন্নয়নের ছাপ লক্ষ্য করা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা