১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাচিপায় দুর্নীতির বিরুদ্ধে র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

-

গলাচিপায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তহিদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুর রব শিকদার, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম, প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র। কমিটির সদস্য রাকিবুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা জান্নাত, লাইসা আনান, নাজিফা ইসলাম সাওদা এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা আনসারী স্নেহা, রাইমুন নাহার ইনহা, অমিতাভ রায় তুর্য। এতে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয় এবং প্রত্যেকে হাতে একটি করে বই উপহার হিসেবে তুলে দেন।


আরো সংবাদ



premium cement