১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে ১০ দফা দাবিতে ঐতিহ্য ও উন্নয়নের মানববন্ধন

-

শহরের রাজবাড়ী সড়ক মেরামত ও রেলস্টেশনের দুই পাশে দুটি বাইপাস সড়ক নির্মাণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন। সকালে জয়দেবপুর রেলগেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেট আনিসুর রহমান কাজল, আকবর হোসেনসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে শহরের প্রধান সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব সড়ক ভ্যান ও হকারমুক্ত রাখা ও তাদের পুনর্বাসন করা, সড়কের বর্জ্য আবর্জনা নিয়মিত পরিচ্ছন্ন রাখা, সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ করা, সড়কে পার্কিং নিয়ন্ত্রণ ও বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কিচেন মার্কেট চালু করা।


আরো সংবাদ



premium cement