বগুড়ায় বিশ্ব ওয়াইএমসিএ’র ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- বগুড়া অফিস
- ০৯ জুন ২০২৪, ০০:০৫
বগুড়া ওয়াইএমসিএ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পল বেসরা অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বিশ্ব ওয়াইএমসিএ’র ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বাইবেল পাঠ, ধ্যানপর্ব, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, খ্রিষ্টান কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও চারাগাছ রোপণ করা হয়।
সংস্থার সভাপতি বার্নাড তমাল মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সহসভাপতি ম্যাগডোলিন ফ্রান্সিস্কা বেসরা, বগুড়া ওয়াইএমসিএ’র উপদেষ্টা ও এনইসি সদস্য দিলীপ মারান্ডী, বগুড়া ওয়াইএমসিএ সহসভাপতিদ্বয় সৌরভ বিশ্বাস ও ডা: রিটা মণ্ডল এবং সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান। বগুড়া খ্রিষ্টীয় মণ্ডলীর পালক গিলবার্ট মৃধা ধ্যানপর্ব পরিচালনা ও বাইবেল পাঠ করেন। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা