চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান লোহাগাড়ার সোহাইব
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ০১:৩৮, আপডেট: ০৮ জুন ২০২৪, ০১:৪০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে আগামী তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন লোহাগাড়ার চুনতীর সন্তান, সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার চেয়ারম্যান হিসেবে বিভাগে যোগদান করেন সোহাইব। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোহাম্মদ সোহাইব ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে ২০১৫ সালে বিএসএস (অনার্স) এবং ২০১৬ সালে এম এস এস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৮ সালের জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতোমধ্যে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লোহাগাড়ার চুনতি ইউনিয়নের এই কৃতীসন্তানকে অনেকে অভিনন্দন জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা