ঝিকরগাছায় তীব্র গরমে ৩ স্কুলছাত্রী অসুস্থ
- ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে তিন স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া খাতুন মিমকে (১৪) ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় কাশিপুর বাজারের পল্লী চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে ভর্তি স্কুলছাত্রী উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবুর মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়সহ লাউজানী, মল্লিকপুর, চাপাতলা, পদ্মপুকুর, কাশিপুর, ফারাসাতপুর, বেড়েলা গ্রামে বিদ্যুৎ ছিল না। ফলে তীব্র গরমে স্কুলশিক্ষার্থীদের নাভিশ্বাস হয়ে উঠে।
জানতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক বলেন, বেশ কয়েক দিন ধরে তীব্র গরম পড়ছে। সেই সাথে বিদ্যালয়সহ আশপাশে বিদ্যুৎ থাকে না। অথচ পৌরসদরে বিদ্যুৎ থাকে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার বলা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেন না।
লাইনের কয়েকটি স্থানে কাজ চলার কারণে এ সময় বিদ্যুৎ ছিল না বলে ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মেজবাউদ্দিন জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা