কচুরিপানার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
- এস এম রাসেল মাদারীপুর
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর চৌমুহনী আবদার খালে একটি কাঠের ও লোহার পাতের সমন্বয়ে তৈরি সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ। সরেজমিন দেখা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেতুটি ভেঙে পড়ছে।
প্রায় এক যুগ আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত লোহার ও কাঠের পাটাতনের সেতুটির ওপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে পড়ছিল। এতে করে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছে হাজারো মানুষ। সম্প্রতি ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়ার স্থানে কচুরিপানার স্তর জমেছে। খালের মধ্যে কচুরিপানার নিচে প্রায় ১৫ ফুট পানি রয়েছে। পার হতে পারছে না কোনো ধরনের নৌযান। বাধ্য হয়ে খালের মধ্যে জমে থাকা কচুরিপানার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে স্কুলের শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নতুন একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন তারা।
নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেতুটি ভেঙে পড়ে। বিষয়টি লিখিতভাবে সরকারের বিভিন্ন দফতরে ইতোমধ্যে জানানো হয়েছে। এ সপ্তাহে গ্রামবাসীদের নিয়ে আমরা এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করব, যাতে কোনোমতে চলাচল করা যায়।
উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, এলজিইডি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পে (ডিপিডি) অন্তর্ভুক্তির জন্য পাঠানো হয়েছে। মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন জানান, আশা করি অনুমোদন সাপেক্ষে শশিকর চৌমুহনী আবদার খালের ওপর সেতু নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা