সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক আহতের ঘটনায় ইনচার্জ বরখাস্ত
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন শ্রমিক নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ী সেই ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অভিযুক্ত ইনচার্জ সেলিম রেজাকে বরখাস্ত করা হয়।
তদন্ত কমিটির প্রধান সুন্দরগঞ্জ সাবজোনের ডিজিএম আব্দুল বারীসহ অন্য দু’জন ঘটনার তদন্ত করেন। কমিটির প্রধান আব্দুল বারী জানান, আমরা সরেজমিনে ঘটনার তদন্ত করে ইনচার্জ সেলিম রেজার দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়া গেছে। এখন পরবর্তী পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন।
গত ১ জুন দুপুরে ইনচার্জ সেলিম রেজা তার অধীনস্থ লাইন শ্রমিক নুরুল ইসলামকে সাথে নিয়ে উপজেলার মহিষবান্ধি দক্ষিণ পাড়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান। ইনচার্জ সেলিম বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় লাইন শ্রমিক নুরুলকে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেন। এ সময় নুরুল ইসলাম প্লাস দিয়ে সংযোগ পাল্টাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলতে থাকেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা