‘সরকারি রাস্তা মাছের ঘেরের পাড় হিসেবে ব্যবহার করা যাবে না’
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
কোনো প্রকার সরকারি রাস্তা মাছের ঘেরের পাড় হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা লাল শাপলা হলরুম মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলায় তৃতীয় মেয়াদে সদ্য নির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান দেবদুলাল বসু (পল্টু), মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে এ সভায় বক্তারা মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, খুন, ধর্ষণ, অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে ঘের নির্মাণ বন্ধ এবং সরকারি রাস্তা মাছের ঘেরের পাড় হিসেবে ব্যবহার না করা, অবৈধ ভেকু ও ড্রেজার দিয়ে মাটিকাটাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির গরুর হাটবাজারের সুরক্ষা, চুরি-ডাকাতি রোধসহ সব প্রকার পশুবর্জ্য অপসারণের কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা