পীরগঞ্জে ৩ সংবাদকর্মীর ওপর হামলা, আটক ১
- পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকায় গত সোমবার দুপুরে একটি আবাসিক ভবনের নিচ তলায় ভেজাল গো-খাদ্য (ভুসি) তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। হামলায় আহত এশিয়ান টিভির সাংবাদিক মিলনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চতরাহাট এলাকায় মুদি ব্যবসায়ী ও চতরা মহিলা কলেজের প্রভাষক গিলাবাড়ি গ্রামের জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন উপাদানের সাথে কাঠের গুঁড়া মিশিয়ে গো-খাদ্য তৈরি করে প্রতিষ্ঠিত কোম্পানির নামে প্যাকেটজাত ও বাজারজাত করে আসছিল। গত সোমবার দুপুরে কয়েকজন স্থানীয় সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে জিয়ার গুদাম ঘরে যান। এ সময় শ্রমিকরা ভেজাল গো-খাদ্য মিশ্রণের কাজে ব্যস্ত ছিলেন। গুদাম ঘরে সাংবাদিক প্রবেশের খবর পেয়ে জিয়া, তার বাবা সোলায়মানসহ চার-পাঁচজন এসে সাংবাদিকদের আটক করে এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। সেই সাথে তারা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, নগদ অর্থ ও সাথে ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে পুলিশ এসে গুরুতর অবস্থায় এশিয়ান টিভির সাংবাদিক মিলনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং অপর দুই সাংবাদিক মাহমুদুল ইসলাম ও মেফতাহুল ইসলামকে গুদাম ঘর থেকে উদ্ধার এবং ভেজাল গো-খাদ্য তৈরির মূল হোতা জিয়ার এক আত্মীয়কে আটক করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা