মুরাদনগরে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু
- মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ ধানের চারা রোপণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজনে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম ও টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন। আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, এখলাছুর রহমান, সাইদুর রহমান, আতিকুর রহমান, মোশাররফ হোসেন, কৃষক মাসুম মিয়া প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সমলয় পদ্ধতিতে একজন শ্রমিক প্রতি ঘণ্টায় এক বিঘা জমির ধান রোপণ করতে পারেন। এভাবে প্রতি দিন ৮ ঘণ্টায় ৮ বিঘা জমি চাষ ও ধান রোপণ করলে অল্প খরচে অধিক ধান রোপণ করা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা