চৌগাছায় কৃষি মেলার উদ্বোধন
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। অতিরিক্ত কৃষিকর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান প্রমুখ।
কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কৃষিনির্ভর সফল বাংলাদেশ করার লক্ষ্যে দেশীয় কাঁঠাল, লেবু, কমলা, করমুচা, নারিকেলসহ বিভিন্ন জাতের ফল-ফলালির ফসল পোকামাকড় মুক্ত উৎপাদনে বিভিন্ন ওষুধ কোম্পানির স্টল দেয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা