১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুমেক হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের প্রতিকার মেলেনি এক মাসেও

তদন্তে ডেকেও রোগীর বক্তব্য শোনা হয়নি
-

সরকারি হাসপাতালের কিছু ডাক্তার রোগীর চিকিৎসার চেয়ে নিজেদের ব্যবসাকে যে বেশি গুরুত্ব দেন তা ভালোভাবে আর একবার বুঝিয়ে দিয়েছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তার। ওই ডাক্তারের পরামর্শ মতো বাইরে থেকে টেস্ট না করিয়ে খুমেক হাসপাতাল ল্যাব থেকে টেস্ট করানোর কারণে ওই ডাক্তার রোগীর সাথে দুর্ব্যবহার করেন এবং চিকিৎসা দেননি। এ ব্যাপারে ওই ডাক্তারের বিরুদ্ধে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করার দীর্ঘ এক মাসেও এর প্রতিকার পাননি ভুক্তভোগী।
জানা যায়, খুমেক হাসপাতালের পরিচালক বরাবর গত ৫ মে দেয়া অভিযোগপত্রে জানা যায়, খুলনা মহানগরীর হাফিজ নগর এলাকার মিন্টু মাতুব্বর তার স্ত্রী মাহমুদাকে নিয়ে গত ২৮ মার্চ খুমেক হাসপাতালের বহির্বিভাগের ৩১০ নম্বর কক্ষে গিয়ে ডা: আলাউদ্দিন শিকদারকে দেখালে তিনি কিছু ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা করার প্রেসক্রিপশন দেন এবং পরীক্ষাগুলো বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে বলেন। কিন্তু মিন্টু খুলনা মেডিক্যাল থেকে টেস্ট করিয়ে গত ২৫ এপ্রিল ওই চিকিৎসককে দেখাতে গেলে কেন সরকারি হাসপাতাল থেকে পরীক্ষাগুলো করানো হলো এ কথা বলে রোগীকে কোনো চিকিৎসা না দিয়ে রিপোর্ট ছুড়ে ফেলেন। পরে মিন্টু লিখিত অভিযোগ দেয়ার পর গত সোমবার সকালে তাকে হাসপাতালে ডেকে তার কোনো বক্তব্য না নেয়ায় তিনি হতাশ হয়ে ফিরে যান।
এ ব্যাপারে ভুক্তভোগী মিন্টু মাতুব্বর বলেন, তদন্ত কমিটি গঠন করা হলেও তিনি প্রতিকার পাননি। এ জন্য তিনি আরো একটি লিখিত অভিযোগ পরিচালকের দফতরে জমা দেন।
মিন্টু মাতুব্বর জানান, স্ত্রীকে নিয়ে খুমেক হাসপাতালে গেলে অফিস সহায়ক রফিকুল ইসলাম তাকে আরএমও ডা: সুহাস রঞ্জন হালদারের কাছে পাঠান। সেখানে গেলে বলা হয় তিনি মিটিংয়ে আছেন। একই সাথে তিনি তাকে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাইদুল হকের কাছে পাঠালে সেখানে গেলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান। মিটিং শেষ হলে তিনি তদন্তের বিষয়ে বললে তিনি আবারো আরএমও ডা: সুহাস রঞ্জন হালদারের কাছে যেতে বলেন। আবার ডা: সুহাস রঞ্জন হালদারকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন এবং তাকে ডা: সাইদুল হকের সাথেই কথা বলতে বলেন। এভাবে উভয়ে তাকে প্রায় দু’ঘণ্টা ধরে ঘুরায়। এমতাবস্থায় আগের দেয়া লিখিত অভিযোগের বক্তব্যই তার তদন্ত কমিটির কাছে বক্তব্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য ও খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, কমিটির প্রধান ডা: সাইদুল হক মঙ্গলবার হজে গমন করবেন। তিনি হজ থেকে ফেরার পর তদন্ত হবে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল