রেমালে বেতাগী পানচাষিদের ব্যাপক ক্ষতি
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে পানচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের পান চাষি মিন্টু সিকদারের (৪৮) ১০টি পানের বরজই ভেঙে তছনছ করে দিয়েছে রেমাল। একই এলাকার সুকুমার হাওলাদার (৭০) তিন যুগ ধরে এ পেশায় রয়েছেন। শুধু মিন্টু ও সুকুমার নয়, তাদের মতো উপজেলার আরো শতাধিক চাষির পানের বরজ ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, বরগুনার বেতাগী উপজেলার শতাধিক পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বাতাসে পানের বরজ হেলে পড়েছে। কোন কোন বরজ ভেঙে তছনছ হয়ে গেছে। এতে চাষিদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। রেমালের তাণ্ডব পানচাষিদের স্বপ্ন উড়িয়ে নিয়েছি।
বিবিচিনি ইউনিয়নের পান চাষি মিন্টু সিকদার বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১০টি পানের বরজ করি। এতে ১০ লাখের বেশি খরচ হয়েছে। সব কিছু ধ্বংস হয়ে গেছে। একই গ্রামের পানচাষি সুকুমার হাওলাদার বলেন, আমাদের এলাকায় অসংখ্য পানের বরজের ক্ষতি হয়েছে। আমার তিনটি বরজের মধ্যে দুটোই মাটির সাথে মিশে গেছে। ব্যাংক থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে পানের বরজ করেছি। এখন এ ঋণ কিভাবে পরিশোধ করব বুঝতে পারছি না।
একই এলাকার সুজিত ঘরামী একটি পানের বরজ ভেঙে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বাতাসের তীব্রতা বেশি থাকায় পানের বরজ ভেঙে গেছে। কেউ যদি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তা হলে আবারো আমি পানের বরজ দাঁড় করতে পারব।’
উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, বেতাগী উপজেলায় ২৩৮ হেক্টরের অধিক জমিতে পানের চাষ হয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলার ৭৫ শতাংশ পানচাষিদের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা