১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘সেতুতে উঠলেই মনে হয় এই বুঝি পড়লাম’

যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা চামারবাড়ি খালের সেতু : নয়া দিগন্ত -

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চামারবাড়ি সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গোয়ালের চর ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের সংযোগ সড়কের গোয়ালেরচর ইউনিয়নের চামারবাড়ী খালের ওপরের এ সেতুতে প্রতিদিন ছয় থেকে সাত শ’ ছোট বড় গাড়ি এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ কয়েক হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন।
এলাকাবাসী জানান, দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলে চামারবাড়ি খালের ওপর যে সেতুটি রয়েছে সেটি চরম ঝুঁকিতে দাঁড়িয়ে আছে।
জানা যায়, আশির দশকের গোড়ার দিকে পায়ে হেঁটে চামারবাড়ি খাল পারাপারের জন্য এই ফুট সেতুটি নির্মাণ করা হয়। ইতোমধ্যে প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেছে সেতুর বয়স। কিন্তু ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ এই সেতুটি দিকে নজর দেয়নি কেউ। অটোরিকশা চালক সাইদুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছি।
স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন বলেন, ‘সেতুর ওপর উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়ি’। কী করব জীবন জীবিকার তাগিদে যেতে হয়। এখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় এমপি ধর্মমন্ত্রীসহ সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু আমাদের কষ্ট রয়েই গেলো।
গোয়ালের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হক বলেন, হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটিতে চলাচল করছে।
গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, চামার বাড়ি খালের ওপর নতুন একটি সেতু নির্মাণের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এখনো কাজ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আমিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ওই সড়কে একটি গার্ডার নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। আরো একটি সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। আর চামার বাড়ি সেতু নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল