১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

-

আগামীকাল অনুষ্ঠিতব্য গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং পক্ষপাতিত্বের অভিযোগে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন ও পাগলা থানার ওসি খায়রুল বাশারকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ড. আবুল হোসেন দীপু।
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের সর্বস্তরে আবেদন নিবেদন করেও অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রতিপক্ষ আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর পেটুয়া বাহিনীর অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। জনগণকে ভয়ভীতি প্রদর্শন মোটেও বন্ধ হচ্ছে না। প্রচারণায় ব্যবহৃত তার মাইক ভাঙচুর করছে। পোস্টার ছিঁড়ে ফেলছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন তাকে কোনো সহযোগিতা করছেন না।
প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন ও পাগলা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছেন। তাদের পক্ষপাতিত্বমূলক আচরণে তিনি শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত। তারা দায়িত্বে থাকলে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ কোনোভাবেই সম্ভব হবে না।
এ ব্যাপারে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁঞা জানান, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ সঠিক নয়; বরং তার গাড়িতে অস্ত্রধারী রয়েছে এমন অভিযোগে তল্লাশি করায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ করছেন তিনি। এরপরও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, গফরগঁাঁও উপজেলার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ আরো তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক

সকল