শিবগঞ্জে উপজেলা নির্বাচনের ফলাফল বাতিলের দাবি
- বগুড়া অফিস
- ০৩ জুন ২০২৪, ০০:০০
বগুড়ায় বিরোধী দলবিহীন একতরফা উপজেলা পরিষদ নির্বাচনেও কারচুপির অভিযোগ এনে এর ফলাফল বাতিল এবং পুনঃগণনার দাবি তোলা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলার মধ্যে তিন ধাপে ৯টিতে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধীদল এমনকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো শরীক দলও অংশ নেয়নি। শুধু মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল মার্কা নিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এক নেতা অংশ নিয়েছিলেন। সদ্য সমাপ্ত তৃতীয় ধাপে অনুষ্ঠিত জেলার সদর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তুলছেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার শ্যালক নির্দলীয় হিসেবে ফিরোজ আহমেদ রিজু নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ৮০টি কেন্দ্রের ফলাফল বাতিল ও বাকি ৩৪টি কেন্দ্রের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন। তিনি গত শনিবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ১১৪টি কেন্দ্রের মধ্যে সকালে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তার সন্ত্রাসীরা ৮০টি কেন্দ্র দখল করে। একই ভাবে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগ করেন। তারা বলেন, অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা