‘দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে’
- ০৩ জুন ২০২৪, ০০:০০
রাজশাহীর জিরো পয়েন্টে গতকাল ১২ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচিপূর্ব সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ধারাবাহিক প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। লিফলেট বিতরণ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মহিউদ্দিন একরাম, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ। গতকাল সকালে লিফলেট বিতরণ করতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করেন ১২ দলীয় জোটের নেতারা। বিজ্ঞপ্তি।