১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নড়াইলে ৩ মাস অবরুদ্ধ একটি পরিবার

-

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে একটি পরিবারকে তিন মাস ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে দু’টি বাঁশের বেড়া দিয়ে চারিখাদা গ্রামের নজরুল ইসলাম মোল্যার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ কারণে তারা ঘর থেকে অনেক কষ্টে অন্যের বাড়ির চিপাচাপা ও গলির ভেতর দিয়ে যাওয়া আসা করতে হয়। প্রতিপক্ষের সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল মোল্যার পরিবার আদালতে মামলা দায়ের করেছেন।
এ দিকে মাইজপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা অশোক কুমার সেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৩০ মে সরেজমিন তদন্তে গেলে তার সামনেই নজরুল মোল্যার পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয় বলে অভিযোগে জানান ভুক্তভোগীরা। এ ঘটনায় আহত হন বয়োবৃদ্ধ নজরুল ইসলাম, তার দুই ছেলে বাশিরুল ইসলাম ও মহিউল ইসলাম এবং পুত্রবধূ পাখি বেগম। হামলায় আহত পাখি বেগমকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ভুক্তভোগী নজরুল মোল্যাসহ তার পরিবারের সদস্যরা বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের প্রায় ২০ শতক জমি জবরদখল করে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এ জমি আমাদের নামে থাকলেও তারা অবৈধভাবে দখল করতে চায়।
এ ব্যাপারে অভিযুক্ত জিন্নাত মোল্যাসহ তাদের লোকজন বলেন, জমিটা মূলত আমাদের। নজরুল মোল্যারা ভোগদখল করছে। এ জন্য জমিটা ঘিরে দিয়েছি। হামলার ব্যাপারে তিনি বলেন, একটু ধাক্কাধাক্কি হয়েছে। মাইজপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা অশোক কুমার সেন বলেন, বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement