পেকুয়ায় পুকুরে ডুবে দু’মেয়ে শিশুর মৃত্যু
- চকরিয়া উপকূল সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ০১:১০
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দু’ মেয়ে শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, জহির আহমদের মেয়ে জন্নাতুল মাওয়া মনিকা (৪) ও শিশু টইটং মধুখালী গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে সিরাজুল জন্নাত মনিরা (০৩)। নিহত মনিকার বাবা জহির জানান, আমি সকালে বাড়ির পাশের দোকানে চা খেতে গেছি। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সময় ওই দু’ শিশু বাড়িসংলগ্ন মোহাম্মদ ছবির উঠানে খেলতে গিয়ে কোনো এক সময় আবুল কালাম প্রকাশ কালা মুন্সীর পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: মাহাবুল আলম শিশুদের মৃত্যু হয়েছে বলে জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা