বাজেটে রংপুর অঞ্চলে সবজি হিমাগার স্থাপনে বরাদ্দের দাবি
- ০২ জুন ২০২৪, ০১:১০
আসন্ন বাজেটে আলুসহ সবজি সংরক্ষণে হিমাগার এবং কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা নির্মাণে রংপুর অঞ্চলের বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে কৃষক সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার দুপুর ১২টায় রংপুর প্রেস ক্লাবের সামনে সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন- জাতীয় শ্রমিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস, সদস্য শফিকুল ইসলাম, সানজিদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, আলুর হিমাগার থাকলেও সবজি সংরক্ষণে কোনো হিমাগার নেই এ অঞ্চলে। এতে সবজির ন্যায্যমূল্য থেকে এক দিকে বঞ্চিত হচ্ছেন কৃষক। অন্য দিকে ক্ষতির মুখে পড়ছেন ভোক্তা। আর এতে মধ্যস্বত্বভোগীরা হচ্ছেন লাভবান। তাই এ বাজেটে রংপুর অঞ্চলে সবজি হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন কৃষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। রংপুর অফিস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা