রামগতিতে টেন্ডার ছাড়াই দুই প্রকল্পের কাজ সম্পন্ন
- রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ০০:০০
লক্ষ্মীপুরের রামগতিতে টেন্ডার ছাড়াই আট লাখ টাকার দু’টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট দফতর। হাটবাজার ইজারার (রাজস্ব) ফান্ড থেকে এ টাকা দেয়ার প্রতিশ্রুতি পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রকল্প দু’টির কাজ সম্পন্ন করে। এ দিকে প্রকল্পের কাজ সম্পন্ন করলেও এখনো কোনো টাকা পায়নি বলে দাবি করছে সংশ্লিষ্ট পরিষদ।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, জেলার রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের মাধ্যমে রামগতি বাজারের ওপর দুই লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয়। অপর দিকে চরপোড়াগাছা ইউনিয়নের আযাদনগর বাজারের ওপর পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়। যার ব্যয় ধরা হয় প্রায় ছয় লাখ টাকা। এ দু’টি প্রকল্পের কোনো টেন্ডার হয়নি। হাটবাজার ইজারার (রাজস্ব) ফান্ড থেকে দু’টি প্রকল্পে জন্য আট লাখ টাকা পরিশোধ করা হবে বলে উপজেলা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। এতে শুধু রেজ্যুলেশন হয়েছে। কোনো প্রকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ইউনিয়ন পরিষদ নিজেদের অনুগত লোকজন দিয়ে কাজগুলো সম্পন্ন করে। তবে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয়রা।
রামগতি বাজারের কালভার্ট নির্মাণের দায়িত্বে থাকা মো: জুয়েল বলেন, আমাকে ইউনিয়ন পরিষদ থেকে কাজ করতে বলছে। তাই আমি কাজটি করে দিয়েছি। এর বেশি কিছু আমার জানা নেই। আযাদনগর বাজারের ড্রেন নির্মানের দায়িত্বে থাকা হুমায়ুন কবীর জানান, বাজার ইজারাদার হিসেবে তিনি কাজটা তদারকি করেছেন। এর বাইরে তিনি কিছুই জানে না।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, এ দু’টি প্রকল্প আমাদের এলজিইডি বিভাগের নয়। এগুলো উপজেলা পরিষদের। রাজস্ব খাত থেকে টাকা দেয়া হবে। যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আমরা শুধু ডিজাইন করে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, টেন্ডার ছাড়া এ ধরনের প্রকল্প নির্মাণের বিষয়টি তার জানা নেই। হাটবাজার ইজারা (রাজস্ব) খাতের টাকা আমাদের কাছে জমা আছে। সেগুলো আমরা বিধিমালা অনুযায়ী ব্যবহার করব।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।