ইন্দুরকানীতে খাবার পানি বিদ্যুৎ গ্যাস সিলিন্ডার নেই : মোমবাতিরও সঙ্কট
- নাসির উদ্দিন ইন্দুরকানী (পিরোজপুর)
- ০১ জুন ২০২৪, ০০:০০
ঘূর্ণিঝড় রেমালের কারণে পিরোজপুরের ইন্দুরকানীতে খাবর পানি নেই, পাঁচ দিন ধরে নেই বিদ্যুৎ, মিলছে না গ্যাস সিলিন্ডারও। এমনকি মোমবাতিরও সঙ্কট দেখা দিয়েছে। পানি আর বিদ্যুৎবিহীন অবস্থায় এলাকাবাসী নিদারুণ করুন অবস্থায় দিন দিন কাটাচ্ছেন। এক দিকে খাবার পানির সঙ্কট, অন্য দিকে সন্ধ্যার পর অন্ধকারে নেমে আসে এক ভুতুড়ে পরিস্থিতি। বিদ্যুৎ না থাকায় মোবাইলেও কারো সাথে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না তাদের।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা পিরোজপুরের ইন্দুরকানী এখন লণ্ডভণ্ড। ঝড়ে হাজার হাজার গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিড়ে তছনছ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ হয়ে আছে। পানির অভাবে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। বাজারে পর্যাপ্ত মোমবাতি নেই। ফলে সন্ধ্যা নামলেই পুরো এলাকাজুড়ে নেমে আসে এ এক ভুতুড়ে পরিবেশ। ইন্দুরকানী সদরের বাসিন্দা ছন্দা মণ্ডল জানান, বিদ্যুৎ না থাকায় অসুস্থ শিশুদের সারারাত জেগে বাতাস করতে হয়। নিজেও অসুস্থ হয়ে পড়েছি।
সরেজমিন দেখা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রধান সড়কের কিছু গাছ অপসারণ করা হলেও যান চলাচলের মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২৫-৩০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে।
ইন্দুরকানী উপজেলায় এমনিতেই বিশুদ্ধ খাবার পানির সঙ্কট ছিল। অধিকাংশ মানুষ বৃষ্টির পানি ধরে রাখে। আবার কেউ কেউ নদী খাল ও পুকুরের পানি ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করে পান করে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে ঘরের মজুদ পানি এবং পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়ায় খাবার পানির জন্য হাহাকার পড়ে গেছে। অবশ্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বালিপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ইসলাম হাওলাদার জানান, বিদ্যুৎ লাইন দ্রুত চালু করার জন্য তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। হয়তো অচিরেই ইন্দুরকানী সদরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যাবে। তবে সমগ্র উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে আরো কিছুদিন সময় লেগে যেতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা