রাজবাড়ীতে ওয়ান শুটার গানসহ চরমপন্থী গ্রুপের ২ সদস্য গ্রেফতার
- রাজবাড়ী প্রতিনিধি
- ০১ জুন ২০২৪, ০০:০০
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে জেলার পাংশা থানাধীন সরিষা খামারডাঙ্গা বঙ্গবন্ধু সরকারি কলেজের টিনশেড ভবনের ২নং কক্ষের সামনের বারান্দা থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্যকে একটি লোহার তৈরি দেশীয় সচল ওয়ান শুটার গানসহ আটক করেছে। আটককৃতরা নওড়া বনগ্রামের বিশ্বজিৎ মণ্ডলের ছেলে দ্বিগ বিজয় মণ্ডল ও রাজবাড়ী সদর থানার ছোট নুরপুরের বাসিন্দা ফরিদ শেখের ছেলে মামুন শেখ।
ডিবি সূত্র জানায়, সম্রাটের নির্দেশে তারা পাংশা থানা এলাকাসহ আশপাশ এলাকায় মানুষদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ নানা কর্মকাণ্ড করত। তারই ধারাবাহিকতায় ওই দিন রাতে ঘটনাস্থলে তারা অস্ত্রসহ অবস্থান করচ্ছিল। মামুন শেখের বিরুদ্ধে ইতঃপূর্বে আরো একটি অস্ত্র মামলা রয়েছে বলে ডিবি সূত্র জানায়। পাংশা থানায় তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা