১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৭৫ বছর বয়সী বাবাকে বিয়ে করালেন সন্তানরা

-

একাকীত্ব ঘুচাতে ছেলেমেয়েদের সম্মতিতে ৭৫ বছর বয়সী আনোয়ার মোল্লা (আনু মোল্লা) বিয়ের পিড়িতে বসেছেন। মূলত বাবার একাকীত্ব জীবন ঘোচাতে ছেলেমেয়েরা বাবার পছন্দেরই পাত্রী ৩৫ বছরের সুফিয়া বেগমকে বিয়ে করতে সম্মতি দিয়েছেন। পাত্রের এটা তৃতীয় বিয়ে হলেও কনের এটি দ্বিতীয় বিয়ে। এ বিয়ে নিয়ে এলাকায় আনন্দ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
বর আনোয়ার মোল্লা বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের শামসু মাস্টার পাড়ায়। আর মেয়ের বাড়ি রাজবাড়ী সদরের ভবানীপুরে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে নবদম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করে স্থানীয়রা।
আনোয়ার মোল্লার প্রথম স্ত্রী মারা যায় প্রায় এক যুগ আগে। দ্বিতীয় স্ত্রী মারা গেছে ছয় বছর হলো। সেই স্ত্রীদের সংসারে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে। তারা বাবার একাকীত্বের কথা চিন্তা করেই রাজবাড়ীর ভবানীপুরে অবস্থিত স্বামী পরিত্যক্তা সোফিয়া বেগমের সাথে বাবার তৃতীয় বিয়ের ব্যবস্থা করে দেন।
আনোয়ার মোল্লা বলেন, আমি ছেলেমেয়েদের আমার বিবাহের কথা বলছি। তারা আমাকে মেয়ে দেখতে বলেছে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি। পাত্রীপক্ষের কোন চাহিদা না থাকায় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
আনোয়ার মোল্লার ছেলেমেয়েরা বলেন, বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছেন। কোনো কিছুর অভাব নেই। আমাদের মায়ের মৃত্যুতে বাবা একা হয়ে যান। তার সেবা যতœ ও একাকীত্ব ঘোচাতেই আমরা তার বিয়েতে সম্মতি দিই।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এই ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।


আরো সংবাদ



premium cement
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি জনআকাঙ্ক্ষা ও সরকারের পথচলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

সকল