১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পাননি সরকারি সহায়তা

৩ দিনেও জ্বলেনি বৃদ্ধ জয়নালের চুলা

-

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্ত খালি গ্রামের বৃদ্ধ জয়নালের (৭৫) পরিবার তিন দিন ধরে পানিবন্দী। বাড়িতে যেতে হয় নৌকা বা ভেলায় করে। জয়নাল পেশায় দিনমজুর। ঘূর্ণিঝড় রেমালের পানিতে জয়নালের পরিবার তিনদিন ধরে বন্দী থাকলেও প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি খোঁজ নেয়নি। ঘরে জ্বলছে না চুলা। অনাহারে অর্ধাহারে কাটছে দিন।
জয়নাল বলেন, বন্যার দিন থেকে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাইনি। আমার বাসা লোকালয় থেকে অনেক দূরে, এ জন্য কেউই কোনো খোঁজ নেয় না। আমি বৃদ্ধ মানুষ। এক দিন কাজ করলে দু’দিন অসুস্থ থাকি। এই বন্যায় আমার ঘরে পানি ঢুকেছে। এতে করে দেবে গেছে ঘরের খুঁটি। যেকোনো সময় ভেঙে পরতে পারে আমার ঘর।
জয়নালের স্ত্রী আমেনা বলেন, ঘরে চাল নেই। আমরা কি কোনো সহায়তা পাবো না? বন্যার পরে আমাদের কেউ-ই খোঁজ নেয়নি।


আরো সংবাদ



premium cement

সকল