তালাবদ্ধ ঘরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ০০:০৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর এলাকা থেকে রেশমা খাতুন (২৬) নামে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে গোবিন্দপুর এলাকার মোল্লা বাড়ির এক ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রেশমা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে। তাঁর স্বামী সৌদি প্রবাসী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেনের সাথে ১৩ বছর আগে বিয়ে হয় রেশমার। গত চার বছর আগে সৌদিতে যান শিমুল। তবে তিন মাস আগে রেশমা তাঁর পঞ্চম শ্রেণীর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।